সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াখালী-০১ চাটখিল ও সোনাইমুড়ি (আংশিক) এলাকার পরিচালক পদে নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে গত রোববার চাটখিল সহকারী জজ আদালত নোয়াখালীতে পরিচালক পদপ্রার্থী মোঃ কামাল হোসেন মামলা দায়ের করেন। এর আগে একই অভিযোগে গত ৮ জানুয়ারি মনির হোসেন মানিকসহ ৮ জন গ্রাহক ঐ আদালতে আরো একটি মামলা দায়ের করেছিলেন।
মামলা সূত্রে জানা যায়, পরিচালক পদপ্রার্থী মোঃ কামাল হোসেন নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনার প্রধানের কাছে ভোটার তালিকায় অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ না করায় তিনি এই মামলা দায়ের করেন। মামলায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, নির্বাচন কমিশনারসহ ৪ জনকে বিবাদী করেন এবং ভোটার তালিকায় অনিয়মের কিছু তথ্যাদি আদালতে উপস্থাপন করেন। তথ্যাদির মধ্যে একই ব্যক্তিকে একাধিকবার ভোটার, মৃত ব্যক্তিকে ভোটার করা এবং নিয়মিত অনেক গ্রাহককে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত না করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। কামাল ও ৮ জন গ্রাহক ভোটার তালিকা সঠিকভাবে প্রণয়ন করে নতুন করে নির্বাচনের তারিখ দেওয়ার জন্য আদালতের কাছে প্রার্থনা করেন। আদালত পরিচালক প্রার্থী কামাল ও ৮ গ্রাহককের অভিযোগ আমলে এনে ১৫ জানুয়ারি বুধবার শুনানির দিন ধার্য করেন। উল্লেখ্য আগামী ১৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা আদালতের সিদ্ধান্ত মেনে নেব।
Leave a Reply