সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় একটি টায়ারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা বিদ্যুৎ বড়ুয়া জাগো নিউজকে বলেন, সিনেমা প্যালেস এলাকায় একটি টায়ারের দোকানে আগুন লাগার সংবাদ পেয়েছি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন ইতোমধ্যে পাশের কয়েকটি লেপ-তোশকের দোকানেও ছড়িয়ে পড়েছে। নন্দনকানন ও চন্দনপুরা ইউনিটের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
উল্লেখ্য, সকালে ইপিজেড এলাকায় অগ্নিকাণ্ড হয়। এতে চারটি বস্তির ১১৭টি বসতঘর ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের চারটি গুদাম ও ১৫টি দোকান পুড়ে গেছে।
Leave a Reply