সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চাটখিল উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে চাটখিল অডিটরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভা ও সমিতির নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম।
সভায় বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা শিক্ষা অফিসার এ.টি.এম এহছানুল হক চৌধুরী, সমিতির নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আলীম ভূইয়া সুজন, চাটখিল প্রেসকাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, সমিতির উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ সামছুউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুজন, সমিতির নেতা সফিউল কবির, আকবর হোসেন মিরাজ, রফিক উল্যাহ, সাজেদা আক্তার, ফারুক হোসেন প্রমূখ।
সভায় প্রধান অতিথি এইচ এম ইব্রাহিম বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করতে হলে শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। এখান থেকে শিশুদের মেধার বিকাশ ঘটাতে হবে। সভায় এমপি ও উপজেলা চেয়ারম্যান মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এছাড়া সমিতির উপজেলা কার্যালয় নির্মাণেরও আশ্বাস দেন।
সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সমিতির পৌরসভা শাখার সভাপতি মেহেরুন নাহার ময়না।
Leave a Reply