সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার চাটখিল মহিলা ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য খোরশেদ আলম, বজলুর রহমান লিটন, শিক্ষার্থী তামান্না প্রমূখ। এ সময় প্রধান অতিথি এইচ এম ইব্রাহিম এমপি কলেজের শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply