সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল পৌরসভার দশানী টবগা জামেয়া ওসমানিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মুহাম্মদ আছেম এর বিরুদ্ধে গত ১৬ জানুয়ারি অনলাইন পত্রিকা রামগঞ্জের কণ্ঠস্বর ও ১৭ জানুয়ারি প্রিয় চাটখিল নামক দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার করায় অপপ্রচারের বিচার চেয়ে তিনি গত সোমবার দুপুরে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি পরানপুর ছিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসায় মহিলা মাহফিলে প্রধান মেহমান হিসেবে মহিলাদের হিজাবের বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ফেরার পথে জনৈক ব্যক্তি তাকে আলোচনার বিষয়ে কিছু একটা জানতে চাইল। তিনি উত্তর দিয়ে চলে আসেন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান তিনি ড. মিজানুর রহমান আজহারিকে ইহুদীদের এজেন্ট বলেছেন বলে মিথ্যা অপবাদ দিয়ে মুফতি আছেম এর বিরুদ্ধে বিভিন্ন অশ্লীল গালমন্দ করে থাকে। এতে তার সম্মানহানি হওয়ায় তিনি এর বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply