সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের বিরুদ্ধে চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ভাঙ্গা এবং গাছ কাটানোর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন নাহার বাদী হয়ে অধ্যক্ষ সহ ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে গত মঙ্গলবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার বিকেলে অধ্যক্ষ সাইফুল ইসলামের নির্দেশে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে এবং কয়েকটি গাছ কেটে ফেলে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকগণ এ কার্যক্রম বন্ধ করার জন্য নিষেধ করলে তারা শিক্ষকদেরকে বিভিন্ন রকম ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। এ ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন নাহার জানান, ওয়াল ভাঙ্গা ও গাছ কেটে ফেলায় বিদ্যালয়ের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে অধ্যক্ষ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এটা আমার কাজ নয়, এটা কমিটির কাজ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply