সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
২০২০ সালের মধ্যে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে এক অবহিতকরণ সভা গত সোমবার দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ।
সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সুপার ভাইজার (সিডিসি) মোঃ ইমরাজ করিম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিন, সাংবাদিক মুক্তার হোসেন, সেনিটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম প্রমূখ।
সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় ২০২০ সালের মধ্যে সারাদেশে জলাতঙ্ক রোগ নির্মূলের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করা হয়। এ পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশের সকল কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে যাতে কুকুর কাউকে কামড়ালে জলাতঙ্ক রোগ না হয়।
Leave a Reply