সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
ডেইলি চাটখিল খবর ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অশ্লীলভাবে গালমন্দ পোস্ট করার অভিযোগে চাটখিল থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে ছয়ানী টবগা গ্রামের যুবক জিয়াউল করিম ফিরোজ (৪০) কে আটক করে। সে ঐ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গত ২৬ জানুয়ারি ফিরোজ তার ফেইসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে একটি অশ্লীল মন্তব্য করে পোস্ট করে। ২৮ জানুয়ারি পোস্টটি ফেইসবুকে ভাইরাল হওয়ায় পুলিশের নজরে আসে। পুলিশ অভিযান চালিয়ে ফিরোজকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চাটখিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। আজ বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply