সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল থানা পুলিশ রোববার সকালে অভিযান চালিয়ে চাটখিল পৌর শহরের ১১নং পোলের সামনে থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। এই সময় পুলিশ তাদের কাছ থেকে ১২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হচ্ছে কক্সবাজার জেলার সদর উপজেলার মেহেরগুনা গ্রামের মোক্তার আহমেদের ছেলে হামিদুল হক (৩১), অপরজন হচ্ছে একই জেলার রামুর থানার ঈদঘর গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে আজিজ করিম (৩৫)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার সকাল ৬.২০ মিনিটের সময় তাদেরকে ১১নং পোলের সামনে থেকে আটক করে। এ ব্যাপারে চাটখিল থানায় মামলা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরণ করা হবে। তিনি আরো জানান, চাটখিলে ইতোপূর্বে একত্রে এত বেশি ইয়াবা উদ্ধার হয়নি।
Leave a Reply