সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার আবু তোরাব গ্রামের ছোবহান পাটোয়ারী বাড়ীর দিন মজুর আবু তাহের (৬২) নিখোঁজ হওয়ার ১১ দিনেও তার খোঁজ মিলেনি। এ ব্যাপারে আবু তাহেরের ভাই মোঃ জাকির হোসেন মিয়া গত ১ ফেব্রুয়ারি চাটখিল থানায় জিডি করেন। জিডি নং-২৪।
পুলিশ ও আবু তাহেরের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি আবু তাহের পার্শ্ববর্তী মলংমুড়ি গ্রামে একটি বিয়ে অনুষ্ঠানে যান। এরপর থেকে অদ্যাবধি তার কোন খোঁজ মিলেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে লুঙ্গী ও হাফ শার্ট ছিল। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ তার খোঁজ পেলে নিম্নোক্ত মোবাইল ফোন (০১৭৪৮-৫০৩৪২২, ০১৭১১-০৩৫০১৬) নাম্বারে যোগাযোগ করার জন্য তার ভাই অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply