সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
আবদুল মাবুদ-খোরশেদ আরা বেগম ফাউন্ডেশন, আহমুদুর রহমান মাষ্টার-তোফায়েল আহমেদ ফাউন্ডেশন ও আবদুল মতিন ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিংবাহুড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেজবা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক, জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম কিবরিয়া কায়কোবাদ, উপজেলা শিক্ষা অফিসার এ টি এম এহছানুল হক চৌধুরী, চাটখিল প্রেসকাব সভাপতি মো. হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, সিংবাহুড়া গার্লস একাডেমির সভাপতি বদিউর জামান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল, গোলাম রব্বানী দিদার, লামচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইফ উদ্দিন ও সিংবাহুড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমূখ।
সভায় প্রধান অতিথি গোলাম কুদ্দুস বলেন শুধু মেধাবী হলেই চলবে না, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। তাহলে ভবিষ্যতে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
সভা শেষে সিংবাহুড়া প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩৪ জন মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে এভাবে আরও অধিক শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর বৃত্তি দেওয়া অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।
Leave a Reply