মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল, নোয়াখালী।
প্রশাসন ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিরোধে নোয়াখালী জেলার চাটখিলে নানার বাড়ীতে লালিত-পালিত ৫ম শ্রেণীর ছাত্রী মহিনী আক্তার (১৩) বাল্য বিবাহ থেকে রক্ষা পেল। মহিনী চাটখিলে এ আই দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণিতে অধ্যয়নরত। সোমবার তার বিবাহের দিন তারিখ ধার্য্যরে সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার বিবাহ বন্ধ করে দেয়।
মাদ্রাসা সুপার শফিউল্লাহ জানান, মহিনী বিবাহের ঘটনা জানতে পেরে গত রবিবার মাদ্রাসায় এসে বিষয়টি জানালে তিনি মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূইয়ার শরাণাপন্ন হন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমকে বিষয়টি জানান। নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) কে ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার মহিনীর নানা বাড়ীতে পাঠান। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান। প্রতিরোধের মূখে পড়ে মহিনীর নানা লিয়াকত আলী তাকে বিয়ে না দেয়ার এবং মঙ্গলবার থেকে তাকে নিয়মিত মাদ্রাসায় পাঠানোর প্রতিশ্রæতি দিলে সবাই ঘটনাস্থল ত্যাগ করেন। এতে মহিনী বাল্য বিবাহ থেকে রক্ষা পায়।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি জানান, মহিনীর নানার দেওয়া প্রতিশ্রæতি ভঙ্গ করে বিয়ের ব্যবস্থা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply