সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
গত ২ সপ্তাহে চাটখিল উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ জন ছাত্রী বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে শিক্ষকদের সহযোগিতায় প্রশাসনিক কর্মকর্তারা এদের বিয়ে বন্ধ করেছেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বদলকোট দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার (১৫), ১৭ ফেব্রুয়ারি সাধুরখিল এ.আই দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী মহিনী আক্তার (১৩), চাটখিল কামিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী শাহীনুর আক্তার (১৩) এবং ১৯ ফেব্রুয়ারি কেশুরবাগ আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী শাহীনুর আক্তার (১৪) এদের বাল্য বিবাহের সংবাদ পায়।
তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলমের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলছুম মণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূইয়া, থানা পুলিশ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ সহ ঐ ছাত্রীদের বাড়িতে যান। বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের থেকে বাল্য বিবাহ বন্ধ করার অঙ্গীকার নিয়ে বিয়েগুলো বন্ধ করে দেন।
Leave a Reply