বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা:
বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নারীর প্রতি সহিংসতা ও বিভিন্ন সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম বিষয়ক এবং কোয়ালিটি ইম্প্রভমেন্ট সেক্রেটারিয়েট (কিউআইএস) স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে বুধবার চাটখিলে পৃথক দুইটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে ইউআইআরটিসি মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খোন্দকার মোস্তাক আহম্মেদ। এ দুটি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল প্রেসকাব সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলু।
কর্মশালা দুইটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply