সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার দশঘরিয়া স্পোটিং ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় সাধুরখিল থ্রি স্টার ক্লাব দশঘরিয়া ভাই বন্ধু একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিকেলে দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক পুরষ্কার বিতরণী সভা ক্লাবের সভাপতি মানিক বলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ্ নেওয়াজ বকশী, সমাজসেবক শাহ জাহান হাজী ও সাংবাদিক জসিম মাহমুদ।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি জহির বাহার মিন্টু, সাধারণ সম্পাদক ওহিদুল বাদল ও জাকির হোসেন রায়হান সহ ক্লাবের নেতৃবৃন্দ।
সভা শেষে প্রধান অতিথি গোলাম জিলানী চৌধুরী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply