সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
জাতীয় যাকাত ফান্ডের অর্থায়নে নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়া ইসলামিক মিশন প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র মহিলাদের মাঝে গত বৃহস্পতিবার সকালে সেলাই মেশিন বিতরণ করেছে। এ উপলক্ষ্যে মিশন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল সরকারি কলেজের সাবেক ভিপি নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মজিবুল হায়দার ভূঁইয়া, হারুন-অর-রশিদ প্রমূখ।
পরে ৯ জন প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply