সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
২রা মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে চাটখিল পৌর শহরের ভীমপুর হাই স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ (জেএসডি সমর্থিত) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহাদাত হোসেন হৃদয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক মো. হাবিবুর রহমান, নোয়াখালী জেলা জেএসডি নেতা মো. শহীদ উল্যাহ, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাংবাদিক গুলজার হোসেন সৈকত, ফিরোজ আলম ও ইসমাইল হোসেন হেলাল প্রমূখ।
সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন তৎকালীন ঢাকসু ভিপি আ.স.ম আবদুর রব, ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, তারই প্রেক্ষাপটে ৭ই মার্চ পল্টন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসকি ভাসনে স্বাধীনতার ঘোষণা করেন। যারা এই সত্য মেনে নিচ্ছে না তারাই স্বাধীনতার ইতিহাস বিক্রিত করছেন।
বক্তারা আরও বলেন স্বাধীনতার সত্যিকার ইতিহাস জাতিকে জানাতে হলে অবশ্যই সরকারকে এই দিবস সমূহের তাৎপর্য জাতীয় গণমাধ্যমগুলোতে তুলে ধরতে হবে।
Leave a Reply