সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার সোমপাড়া বালিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এস,এস,সি পরীক্ষার্থী উম্মে সালমা মিতু (১৬) উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল। তার বিয়ের দিন ধার্য ছিল ৫ মার্চ।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের প্রবাসী মোঃ ইউছুপ এর কন্যা উম্মে সালমা মিতুর সঙ্গে নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াদ হোসেন এর বিয়ের তারিখ ধার্য করা হয় ৫ মার্চ বৃহস্পতিবার। প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রী শাহনাজ বেগম এ বিয়ের আয়োজন করেন।
খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলমের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমাইয়া আক্তার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া প্রসাদপুর গ্রামে প্রবাসীর বাড়িতে যান।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার কাজল ও মহিলা ইউপি সদস্য নাজমা আক্তারসহ সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা সেখানে উপস্থিত হন। পরে সকলের উপস্থিতিতে মেয়ের মা শাহনাজ আক্তার তার ভুল স্বীকার করে ১৮ বছরের পূর্বে মেয়েকে বিয়ে দিবেন না বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর দিয়ে বিয়েটি বন্ধ করে দেন।
Leave a Reply