বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল থানা পুলিশ গত বুধবার রাতে চাটখিল পৌর শহরের খিলপাড়া রোডের মাথা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে পৌর শহরের ধামালিয়ার আবুল কালামের ছেলে জাকির হোসেন রতন (৪০) ও ছয়ানী টবগার বাবুলের ছেলে মিজানুর রহমান মিঠু (২২)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জাকির হোসেন রতনের কাছ থেকে ৫৫ পিচ ইয়াবা ও নগদ ৫৬ হাজার ৬শ ৮০ টাকা এবং মিজানুর রহমান মিঠুর কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে চাটখিল থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply