সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার লিজা (১৪) উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল। লিজা দশঘরিয়া গ্রামের তাজউদ্দিনের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, পূর্ব পরকোট গ্রামের মোঃ মোস্তফার ছেলে মোহাম্মদ মহসিন (৩২) এর সাথে লিজার বিবাহের দিন ধার্য করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম, দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল বাকের, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সী ও ইউপি সদস্যদের সহযোগিতায় ছেলে এবং মেয়ে উভয় পক্ষকে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসে উপস্থিত করা হয়।
সেখানে তারা উভয় পক্ষ অঙ্গিকার নামা দিয়ে বিয়ে বন্ধ করে দেয়। উল্লেখ্য বিয়ে উপলক্ষ্যে আয়োজিত খাবার পাশের একটি এতিম খানায় পাঠিয়ে দেওয়া হয়।
Leave a Reply