সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার সড়ক ও জনপথ বিভাগের চাটখিলের চাটখিল-খিলপাড়া সড়কের বেহাল অবস্থা। এতে করে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং জনগণ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ অঞ্চলের লোকজনের চলাচলের একমাত্র বাহন চাটখিল-খিলপাড়া সড়ক। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করে ৮নং নোয়াখলা, ৯নং খিলপাড়া এবং ২নং রামনারায়নপুর ইউনিয়নের হাজার হাজার লোক। সড়কটির দীর্ঘ ৭ কিলোমিটার। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত ৩ শতাধিক সিএনজি অটোরিক্সা, রিক্সা, ভারী ও হালকা যানবাহন চলাচল করে থাকে। তাছাড়া খিলপাড়া আব্দুল ওয়াহাব ডিগ্রী কলেজ, খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থী এবং হাট-বাজার সহ বিভিন্নস্থানে ১ হাজারের বেশী লোক চলাচল করে থাকে। এ সড়কটি দীর্ঘ ৭ কিলোমিটার হলেও চাটখিল থেকে সেন্ট্রাল হাসপাতাল পর্যন্ত ২ কিলোমিটার সড়ক ইতিপূর্বে সংস্কার করা হয়েছে, এরপর থেকে খিলপাড়া বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। সড়কের মাঝেমধ্যে বড় বড় গর্ত পড়ে আছে। ২ বছর পূর্বে ঘুর্নিঝড়ে রাস্তার পাশের বড় বড় গাছ উপচে পড়ায় গাছের সাথে রাস্তার দুপাশ ধ্বসে গেছে।
খিলপাড়া সিএনজি ষ্ট্যান্ড থেকে মুক্তিযোদ্ধা রব্বান উল্যার বাড়ীর দরজা পর্যন্ত চলাচল করতে অনেক কষ্ট সহ্য করতে হয়। মেস্তরী বাড়ীর দরজায় সবচেয়ে খারাপ অবস্থা, এ সড়কের ১০টি স্থানে রাস্তার পাশ ধ্বসে পড়েছে। প্রতিনিয়ত চলাচলকারী যানবাহনের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। অনেক সময় উল্টেপড়ে লোকজন আহত হচ্ছে। সিএনজি অটোরিক্সা চালক মোঃ সেলিম জানান, এ সড়ক দিয়ে গাড়ি চালানোর ফলে প্রতি মাসে গাড়ি মেরামত করতে ৭-৮ হাজার টাকা খরচ করতে হয়, অপর সিএনজি চালক আব্দুল মান্নান জানান, এ সড়ক দিয়ে গাড়ি চালাতে হয় জীবনের ঝুকি নিয়ে, এ সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ জানান, এ সড়ক দিয়ে চলাচল করতে দূর্ভোগের শেষ নাই। তিনি আশা করেন মুজিব বর্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জন গুরুত্বপূর্ন এই সড়কটি সংস্কার করে চাটখিলের দক্ষিণ অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীকে উপহার দিবেন। তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য মাঝেমধ্যে এ সড়ক দিয়ে চলাচল করে থাকেন, তিনিও এ সড়কের অবস্থা জানেন। এ সড়কটি সংস্কারে মাননীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সড়ক ও জনপথ বিভগে চাটখিল অফিসের উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হাসান চৌধুরী জানান, সড়কটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে, এটি এখন সময়ের ব্যাপার।
স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম জানান, সড়কটি সংস্কার করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন, আগামী ৪/৫ মাসের মধ্যে এই সড়ক সংস্কার কাজ শুরু হবে।
Leave a Reply