সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
করোনা ভাইরাসকে পুঁজি করে চাটখিল উপজেলার বিভিন্ন হাট-বাজারে এক শ্রেণির কিছু অসাধু ব্যবসায়ী চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হঠাৎ করে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে।
অভিযোগ পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলমের নির্দেশে গত ২ দিন ধরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের প্রধান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুমা মনির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত গত ২ দিনে চাটখিল পৌর শহরের চারটি মুদি দোকানে ২৫ হাজার টাকা, খিলপাড়া বাজারের চারটি দোকানে ১২ হাজার, পাল্লা বাজারের ২টি দোকানে ১০ হাজার এবং দশঘরিয়া বাজারের ২টি দোকানে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুমা মনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply