বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
সরকারি নির্দেশ অমান্য করে চাটখিল পৌর শহরের দশানী টবগার বিদেশ থেকে আসা ইব্রাহিমের ছেলে মাইন উদ্দিন (২৮) ও ফজলুর রহমানের ছেলে আবদুল মান্নান (৫৫) হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘুরাফেরা করছে।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পুলিশ নিয়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গত ১ সপ্তাহ আগে তাদের মধ্যে ১ জন ওমান থেকে ও অপরজন সৌদি আরব থেকে দেশে আসে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ জানান, এখন পর্যন্ত তাদের শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি। তবে তাদেরকে একটি কক্ষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে তাদেরকে রিলিজ দেওয়া হবে।
Leave a Reply