সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
.জনাব এইচ এম ইব্রাহীম এমপি মহোদয়ের ফেইসবুক টাইমলাইন থেকে কপিকৃত পোস্ট:-
প্রিয় চাটখিল-সোনাইমুড়ীবাসী
আসসালামু আলাইকুম / আদাব
আমি আপনাদের কাছে আবারো হাতজোড় করে বলছি আল্লাহরওয়াস্তে আপনারা কেউ ঘর-বাড়ি থেকে বের হবেন না, বাজারে আসা-যাওয়া করবেন না। করোনাভাইরাসের সংক্রমন বর্তমানে জ্যামিতিক হারে বেড়েই চলছে, আর এটার একমাত্র ঔষধ হচ্ছে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা। আপনারা World Health Organisation ও সরকার নির্দেশিত সকল নিয়মাবলী মেনে চললে, আল্লাহ চাইলে আমরা কেউ ভাইরাস আক্রান্ত হবো না। আমি বিনীতভাবে অনুরোধ করছি, অতিপ্রয়োজন ছাড়া কেউ দয়া করে ঘর-বাড়ি থেকে বের হবেন না এবং এটা আপনার নিজের পরিবারের সবার জন্য মঙ্গলজনক হবে।
আর একটা বিষয় খেয়াল করেছি যে, প্রত্যেক এলাকায় সবাই রাস্তায় বড় বড় গাছ ফেলে রাস্তা বন্ধ করেছেন যেটা ভুল…বড় বড় গাছের কারণে জরুরী প্রয়োজনে এম্বুলেন্স, পুলিশের গাড়ী ও খাদ্য সহায়তা গাড়ী এলাকায় ঢুকতে সমস্যা হচ্ছে। রাস্তায় গাছ না ফেলে রাস্তার দুই পাশে বাঁশের খুঁটি গেড়ে ও মাঝখানে বাঁশ দিয়ে বেঁধে ব্লক দিতে হবে, যাতে করে এম্বুলেন্স ও জরুরী খাদ্য সহায়তা গাড়ী বাঁধা সরিয়ে প্রবেশ করতে পারে। প্রবেশের পর আবার তাঁরাই সেগুলো বন্ধ করে দিয়ে যাবে।
সবাই ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।
Leave a Reply