সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারীর বাসভবনে বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। গুলির সময় মেয়র বাসভবনের ২য় তলায় ছিলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, রাত পৌনে ৩টার সময় মেয়র মোহাম্মদ উল্যা থানায় ফোন করে জানায়, তার বাসভবনে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করছে। এ ব্যাপারে তিনি পুলিশের সাহায্য কামনা করছেন।
চাটখিল থানার ওসি জহিরুল আনোয়ার একদল পুলিশ নিয়ে ২০ মিনিটের মধ্যেই মেয়রের ফতেপুরের বাসভবনের সামনে গিয়ে হাজির হন। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পুলিশ মেয়রের বাসভবনের নিচতলায় জানালার গ্লাসে গুলির চিহ্ন দেখতে পান এবং ঘটনাস্থল থেকে গুলির ৩টি খোসা উদ্ধার করে।
মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী চাটখিল উপজেলা যুবলীগের (একাংশের) আহ্বায়ক। তিনি জানান, ‘স্ত্রী-সন্তানসহ আমি বাড়িতে ঘুমিয়েছিলাম। বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে দুষ্কৃতকারীরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাসায় হামলা চালায়। তারা ৩ রাউন্ড গুলি চালালে আতঙ্কে আমরা সবাই ঘরের ফ্লোরে বসে পড়ি। গুলিতে জানালার গ্লাস ভাংচুর হয়। তবে কেউ আহত হয়নি। থানায় একটি অভিযোগ দিয়েছি।’
মেয়রের বাসভবনে গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে। শুক্রবার সকালে চাটখিল বাজারে একটি ঝটিকা মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিক্ষোভকারীরা সকাল ১০টা থেকে চাটখিল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় চাটখিল-ঢাকা, চাটখিল-চট্টগ্রাম ও চাটখিল-নোয়াখালীর মধ্যে চলাচলকারী সব যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার ২ দিকে প্রায় ১ কিমি.জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীসাধারণ চরম দুর্ভোগের শিকার হন। বিক্ষোভকারীরা পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। পৌর মেয়রের বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় চাটখিল বাজারের ব্যাবসায়ীরা সকাল ১০টা থেকে দোকান পাট বন্ধ করে প্রতিবাধ জানায়। দুপুর পৌনে ১টার দিকে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হারুন, সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, ওসি জহিরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি জাকির হোসেন জাহাঙ্গীর। পুলিশ প্রশাসন আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে মেয়র মোহাম্মদ উল্যার নির্দেশে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত ঘোষণা করা হয়। পরে বেলা ২টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। চাটখিল থানার ওসি জহিরুল আনোয়ার বলেন, মেয়র তার বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় দু’জন সন্ত্রাসীর নাম উল্লেখ করেছেন। তাদের গ্রেফতারের জন্য পুলিশ ঘটনার পর থেকে চেষ্টা অব্যাহত রেখেছে।
Leave a Reply