সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত (নোয়াখালী):
নোয়াখালীতে এ পর্যন্ত ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করনার উপস্থিতি মিলেনি বলে নোয়াখালীর সিভিল সার্জন জানিয়েছেন। তিনি আরো জানান, বৃহস্পতিবার ঢাকা নেওয়ার পথে নিহত সোনাইমুড়ি উপজেলার পশ্চিম চাঁদপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মোরশেদ আলম এর নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
মোরশেদ আলম গত নভেম্বরে ইতালি থেকে বাংলাদেশে আসেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকায় তাঁর ইতালি ফেরত এক বন্ধুকে দেখতে যান এবং ইতালির দূতাবাসে যান। ১০/১৫ দিন আগ থেকে তিনি জ্বর, কাশিতে ভুগলেও তিনি কোন প্রকার চিকিৎসা নেননি।
গত বৃহস্পতিবার খুব বেশি অসুস্থ হয়ে গেলে তাকে বাড়ির লোকজন নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। পরে তার লাশ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার শরীরে করনা ভাইরাসের উপস্থিতি মিলে।
এদিকে মোরশেদ আলমের সান্নিধ্যে আসা নোয়াখালী সদর হাসপাতালের ডাক্তার ও নার্স সহ তার বাড়ির মোট ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
Leave a Reply