সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া আঠিয়া বাড়ির রবিন হোসেনের স্ত্রী খাদিজা আক্তার ববি (২৫) কে তার স্বামী, শশুর-শাশুড়ি ও ভাসুর এর বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে খাদিজা আক্তার ববি’র বাবা মোঃ বেলায়েত হোসেন রোববার রাতে চাটখিল থানায় রবিনসহ ৪ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ল²ীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গঙ্গা শিবপুর গ্রামের ঈদগাহ কবিরাজ বাড়ির মোঃ বেলায়েত হোসেন এর মেয়ে খাদিজা আক্তার ববি’র সঙ্গে চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া গ্রামের আঠিয়া বাড়ির মোস্তফার ছেলে রবিনের বিয়ে হয় গত ২০১৮ সালে। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুক লোভী রবিন ও তার পরিবারের লোকজন ২ লাখ টাকা যৌতুক আদায়ের জন্য ববি’র উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। ইতোমধ্যে ববি ২ মাসের অন্তঃস্বত্ত¡া হয়ে পড়েছে। গত শুক্রবার রাত ১১ টার দিকে রবিন তার শশুর বাড়ির লোকজনকে মুঠোফোনে জানায় তার স্ত্রী বিষ পান করেছে। খবর পেলেও করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় ববি’র পরিবারের কেউ আসতে পারেনি। পরের দিন শনিবার সকালে ববি’র বাবা বেলায়েত হোসেন জানতে পারেন তার মেয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে তার মেয়ের স্বামী রবিনকে পাওয়া যায়নি। হাসপাতালে ময়নাতদন্তের পর তার মেয়ের লাশ রোববার বিকেলে তার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ববি’র বাবা বেলায়েত হোসেন জানান, পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা পালিয়ে বেড়াচ্ছে।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আত্মহত্যার প্ররোচনায় থানায় মামলা হয়েছে।
Leave a Reply