সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
সোমবার বিকেল ৪ টায় ঢাকা থেকে চাটখিলে আসা উপজেলার কুলশ্রী গ্রামের ইসমাঈল হোসেনের স্ত্রী নাছিমা আক্তার (২৪) এর শরীরে করোনা উপসর্গ লক্ষনীয় হওয়ায় তাদেরকে বহন করা প্রাইভেট কারের ড্রাইভার সহ ০৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ শহিদুল ইসলাম নয়ন দৈনিক চাটখিল খবর কে জানান, লকডাউন উপেক্ষা করে এরা ঢাকার গেন্ডারিয়া থেকে চাটখিলে আসে। চাটখিল থানা পুলিশ তাদেরকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের মধ্য একজন মহিলা নাছিমা আক্তারের জ্বর, সর্দি, কাশি থাকায় তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল পরীক্ষার জন্য পাঠানো হবে।
প্রশাসনিক নির্দেশে প্রাইভেট কারের ড্রাইভার সহ ০৭ জনকে চাটখিল পি.জি স্কুলে স্হাপনকৃত কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।
Leave a Reply