সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের শোল্যা গ্রামের মিয়াজি বাড়ির রুহুল আমিন বাদলের প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে তার ছেলে রাহেন (৩০) মানসিক ভারসাম্য হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে। পথে ঘাটে দিন কাটাচ্ছে। মানসিক ভারসাম্য হীনতার কারণে মাঝে মধ্যে মানুষের জিনিসপত্র ভাঙ্গচুর করছে। এতে করে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
সরজমিনে গিয়ে খোঁজ-খবর নিয়ে জানা যায়, রাহেনের বয়স যখন ১ বছর তখন রাহেনের বাবা তার মাকে তালাক দেয়। এ ব্যাপারে কোর্টে মামলা হলে কোর্ট রাহেন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার যাবতীয় খরচ বহন করার জন্য বাদলকে নির্দেশ দেয়। রাহেনের মা তাকে লালন-পালন করতে থাকে। রাহেনের বাবা আদালতের নির্দেশ অমান্য করে রাহেনের কোনো খরচ বহন করেনি। কয়েক বছর পর রাহেনের মা’র অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় রাহেন নানার বাড়ি আবুতোরাব ভূঁইয়া বাড়িতে থেকে যায়। রাহেন বড় হয়ে তার পৈত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত ৬/৭ বছর আগে তার বাবার বাড়িতে ফিরে আসে। এখানে আসার পর তার বাবা এবং সৎ ভাই বোনেরা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।
এ ব্যাপারটি সমাধান করার জন্য স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ ও এলাকার কামাল হোসেন, জসিম উদ্দিন, মনির হোসেন, আবদুল মতিন, আবদুর রাজ্জাক ও এম.এ বাসেত রুহুল আমিন বাদলকে অনুরোধ করার পরেও তিনি তাদের কথা রাখেননি। অবশেষে গত প্রায় ৫ বছর আগে রাহেন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে। আদালত মামলাটি প্রায় ৩ বছর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের আদালতে প্রেরণ করে। স্থানীয় চেয়ারম্যান শহিদ উল্যা বিষয়টি মিমাংশার জন্য কয়েকজনকে শালিশ নির্ধারণ করে দেন। অভিযোগ রয়েছে শালিশেরা রুহুল আমিন বাদলের প্রভাবে প্রভাবিত হয়ে সঠিক বিচার করেনি। একদিকে বাবা ও সৎ ভাই বোনদের শারীরিক ও মানসিক নির্যাতন অন্যদিকে সঠিক বিচার না পেয়ে রাহেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখন সে পথে ঘাটে দিন কাটাচ্ছে।
রাহেনের উপর শারীরিক ও মানসিক নির্যাতনে তার ভারসাম্য হারিয়ে ফেলার ব্যাপারে বাবা বাদলের সঙ্গে কথা বললে তিনি ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেন এবং অন্য মানুষের উপর দোষ চাপানোর চেষ্টা করেন। করোনা ভাইরাসের কারণে এখন রাহেনের চিকিৎসা করানো যাচ্ছে না বলেও জানান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদ উল্যার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, রাহেনকে চিকিৎসা করার জন্য এবং ছেলে হিসেবে তার পূর্ণ অধিকার প্রতিষ্ঠার জন্য তার বাবা বাদলকে নির্দেশ দিয়েছেন।
Leave a Reply