বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
পারিবারিক কলহের জের ধরে চাটখিলে ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে ভাসুর।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের আকবর আলী খলিফা বাড়ীর আলী আজ্জমের ছেলে শাহজাহান সাজু তার ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া বাধে। এরই এক পর্যায়ে সে তার ছোট ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উপস্থিত ডাক্তাররা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেপার করে। সেখানে তার অবস্থার কোন পরিবর্তন না হলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে।
ঘটনার পর থেকে হত্যাকারী শাহজাহান সাজু পলাতক রয়েছে।
Leave a Reply