সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং একটিভ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার শিক্ষক, সাংবাদিকসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ হাজার নেতাকর্মীর পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছেন। খাবার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ছোলা, তৈল, লবণ, পেয়াজ, সেমাই ও চিনি। খাবার সামগ্রী বিতরণের পাশাপাশি দরিদ্র মহিলাদের মাঝে ৬ হাজার পিচ শাড়ী বিতরণ কাজও চলছে।
উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির জানান, গত ৩ দিন ধরে এসব বিতরণ কার্যক্রম চলছে। এ কার্যক্রম শেষ হতে আরও ৪/৫ দিন সময় লাগবে। তিনি আরো জানান, ইতোমধ্যে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে নগদ ১০ লক্ষ টাকা হত-দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসব খাবার সামগ্রী ও শাড়ী বিতরণ কার্যক্রমে উপজেলা চেয়ারম্যানকে সহায়তা করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, যুবলীগ আহবায়ক বেলায়েত হোসেন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ইমরুল চৌধুরী রাসেল ও উপজেলা ছাত্রলীগ আহবায়ক রাজিব হোসেন রাজু প্রমূখ।
উল্লেখ্য, প্রায় ১ মাস আগে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার জনগণের মাঝে ৫ হাজার মাস্ক, ২ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার এবং ২ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স এবং পুলিশ সদস্যদের মাঝে ১০০ টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পি.পি.ই) বিতরণ করা হয়েছে।
Leave a Reply