সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
গতকাল শনিবার গভীর রাতে চাটখিল উপজেলার খিলপাড়া এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কুখ্যাত মাদক ব্যবসায়ী সায়েম ফিরোজ (৪১) নিহত হয়েছে। ফিরোজ চাটখিল উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি দেশি পিস্তল, ১৫ রাউন্ড কার্টুজ ও ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে পুলিশের ২ কর্মকর্তা এস আই জসিম, এমরান আলী ও কনস্টেবল শাহজাহান আহত হয়েছেন।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালান ধরার জন্য পুলিশ রাত আনুমানিক দেড়টার দিকে খিলপাড়া ব্রাক অফিসের সামনে গেলে মাদক ব্যবসায়ী ফিরোজ এবং তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ফিরোজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় ফিরোজের সহকর্মীরা পালিয়ে যায়।
ফিরোজকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। ফিরোজের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ৩টি মামলা হয়েছে।
Leave a Reply