সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এর পক্ষ থেকে চাটখিলে ৯ হাজার ও সোনাইমুড়িতে ৬ হাজার পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। খাবার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তৈল, লবণ ও খেজুর। সোমবার সকালে চাটখিল অডিটরিয়াম থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে চাটখিল পৌরসভা, পাঁচগাঁও ইউনিয়ন ও হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে এসব খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে আগামী ৫ দিনের মধ্যে ১৫ হাজার পরিবারের মাঝে এসব খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে এমপি’র পক্ষ থেকে আওয়ামীলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply