সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার পূর্ব দেলিয়াই গ্রামের সিরাজুল হক বাড়ির মাদ্রাসার শিক্ষক বেলায়েত হোসেন (৪২) ও তার ছেলে রায়হান (৯) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজনকেই নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে করোনা রোগীদের জন্য স্থাপন করা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত বেলায়েত হোসেন গত কিছুদিন আগে বেগমগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত তার এক আত্মীয়কে দেখতে যান। সেখান থেকে আসার পর তাকে সহ তার পরিবারের চারজনকে চাটখিল পিজি স্কুলে স্থাপন করা আইসোলেশন সেন্টারে রাখা হয় এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে দুজনের শরীরেই করোনার উপস্থিতি পাওয়া যায়।
Leave a Reply