সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার চাটখিলে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৪৭ জন।
নতুন আক্রান্তরা হলেন, চাটখিল থানার এস আই কৃষ্ণ কুমার দাস (৩৯), এ এস আই রাসেল মিয়া (৩৫), ব্যাংক এশিয়া চাটখিল শাখার কর্মকর্তা আখতারুজ্জামান (৩১), চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার আবু তাহেরের স্ত্রী ফাতেমা আক্তার (৪৩), রেজাউল কবির (৪৮), পিতা সৈয়দুর রহমান, নূরনবী ঠিকাদারের বিল্ডিং চাটখিল। নোয়াখলা ইউনিয়নের বড় বাড়ির আবুল হোসেনের ৩ ছেলে মোরশেদ আলম (২৬), আব্দুর রহিম (২৯), আব্দুল কাদের (৪৩)। আনোয়ার হোসেন (৩৬) পিতা মামুনুর রশিদ, আনোয়ার হোসেনের স্ত্রী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে কর্মরত আছেন।
আক্রান্তদের মধ্যে একজন শহীদ ভুলু স্টেডিয়ামে এবং বাকিরা হোম আইসোলেশনে আছেন।
Leave a Reply