সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার দশানী টবগা গ্রামে এ ঘটনা ঘটে। রাফসান ওই গ্রামের বাকের হোসেনের ছেলে। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা বাকের হোসেন তার পরিবার নিয়ে চাটখিল পৌরসভার দশানী টবগা গ্রামে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকালের কোন একসময় পরিবারের লোকজনের অজান্তে বাসার পাশের একটি পুকুরের মধ্যে পড়ে যায় তার ছেলে রাফসান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে পুকুর পাড়ে গিয়ে ভাসমান অবস্থায় রাফসানকে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসে। বেলা ১২টার সময় হাসপাতালের আর এম ও ডা. শহিদুল ইসলাম নয়ন তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার পরিদর্শন (তদন্ত) দুলাল মিয়া বলেন, এ মৃত্যু সম্পর্কে থানা পুলিশকে কেউ অবহিত করেনি, তবে তিনি এ ব্যাপারে খবর নিবেন।
Leave a Reply