সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
দৈনিক চাটখিল খবর ডেস্ক:
চাটখিল থানার এস আই জসিম উদ্দীনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভূক্ত আসামীকে চার্জশিট থেকে বাদ দেওয়া ও মামলার বাদীনি থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া এবং বাদীনির সাথে খারাপ আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত শনিবার মামলার বাদীনি শারমিন আক্তার রিমা নোয়াখালী জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে জসিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শারমিন আক্তার রিমার ছোট বোন ৮ম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তার ইতিকে স্কুলে যাওয়ার পথে গত বছরের ১১ ডিসেম্বর তারিখে কৌশলে ফিরোজ, পিংকি আক্তার জুসি ও ওমর ফারুক চাটখিল পৌর শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে একটি কক্ষে আটক করে রেখে তারা সরে পড়ে। ঐ কক্ষে থাকা যুবক জাবেদ হোসেন (৩৩) তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। মেয়েটির সৌর চিৎকারে হোটেলের পাশর্^বর্তী রুমের লোকজন তাকে উদ্ধার করলেও ধর্ষনের চেষ্টাকারী জাবেদ পালিয়ে যায়। এ ব্যাপারে ৪ জনকে আসামী করে চাটখিল থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জসিম মামলার ৪নং আসামী ওমর ফারুককে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চার্জশিট থেকে বাদ দেয়। এছাড়া জসিম মামলার বাদীনি থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়। স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে এস আই জসিম শারমিন আক্তার রিমার সাথে খারাপ আচরণ করে এবং এ বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেয়।
এই ব্যাপারে এস আই জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ওমর ফারুক ঘটনার সাথে জড়িত ছিল না প্রমাণিত হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগটি এখনো তার হাতে পৌঁছেনি, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Leave a Reply