বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের আইনজীবী মো: আরিফুল হক সুজন (২৮) কে অপহরণ করে নিয়ে বেদম মারধর, প্রাণনাশের চেষ্টা নন জুডিশিয়াল অলিখিত ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া তার বসত বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়। এই ব্যাপারে সুজন বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ১৪ জনকে আসামী করে চাটখিল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে গত রোববার সকাল সাড়ে ১১টার সময় সুজন মোটর সাইকেলে ল²ীপুর যাওয়ার পথে দেলিয়াই বাজারে আশিকুল ইসলাম সৈকত (২৭), আমির হোসেন রবেদ (৪৯) ও নজরুল (৫৫) সহ ৮/৯জন সন্ত্রাসী সুজনকে মোটর সাইকেল থেকে নামিয়ে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অমরপুর ঈদগাঁহ মাঠে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে জোরপূর্বক অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তার পকেটে থাকা ২০ হাজার টাকা ও ১টি হাওয়াই জি-৭ মোবাইল সেট নিয়ে তাকে প্রাণনাশের চেষ্টা করে। এই সময় তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে একই দিন বিকেলে ঐ সন্ত্রাসীরা সুজনের বসত বাড়ীতে হামলা করে তার মাকে মারধর করে ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে আলমারিতে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা এবং মায়ের গলায় থাকা স্বর্নের চেইন লুট করে নিয়ে যায়।
এই ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
Leave a Reply