মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার চাটখিলে নবজাতক শিশু ও গাইনি কেয়ার হাসপাতালে জীবাণুনাশক স্প্রে মেশিন বসানো হয়েছে। উপজেলায় এটিই প্রথম হাসপাতাল যেখানে জীবাণুনাশক স্প্রে মেশিন বসানো হলো। এখন থেকে এ হাসপাতালে প্রবেশ করতে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য স্টাফ, মালিক এবং চিকিৎসা সেবা নিতে আসা লোকজন হাসপাতালে প্রবেশ করতেই জীবাণুমুক্ত হবেন।
গতকাল সোমবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিএম এ সভাপতি ডা. এম নোমান, শিশু বিশেষজ্ঞ শাহাদাত হোসেন রতন, হাসপাতালের চেয়ারম্যান সুমন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান ইলিয়াছ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক অসীম বণিক প্রমূখ। মেশিনটি হাসপাতালের প্রবেশ পথে বসানো হলো।
হাসপাতালে যে কেউ প্রবেশ করতে এ মেশিন অতিক্রম করার সময় অটোমেটিক জীবাণুনাশক স্প্রে করা হয়। এটি উপজেলার মধ্যে একমাত্র বে-সরকারি হাসপাতাল যেখানে করোনা ভাইরাসের সময় প্রথম থেকেই পূর্বের মতো সকল প্রকার রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। অন্যান্য হাসপাতালগুলো এ সময় রোগীর চিকিৎসা না করলেও নবজাতক শিশু ও গাইনি কেয়ার হাসপাতালটি নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছে।
Leave a Reply