সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল পৌর শহরে আব্দুস সাত্তার (৩৫) নামে এক অটোরিকশা চালক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর শহরের ইউসুফ আলী তফদারের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত আব্দুস সাত্তার নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মইচর গ্রামের কালু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার প্রায় ১ মাস আগে চাটখিল পৌর শহরে এসে রিকশা চালাতে শুরু করে। সে তার চাচাতো ভাইয়ের সঙ্গে পৌর শহরের ১১নং পুলের পাশে ভাড়া বাসায় থাকত। গত মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ এবং অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এই ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।
Leave a Reply