সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
কোরবানীর পশুর হাট সহ জনবহুল স্থানে নোয়াখালী জেলার চাটখিল এবং সোনাইমুড়ী উপজেলায় জনগনের মাঝে বিতরণের জন্য ৫০ হাজার পিস মাস্ক প্রদান করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
চাটখিল এবং সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে চাটখিল পৌর বাজার ও ৯ ইউনিয়নের ১৪টি হাট-বাজার এবং সোনাইমুড়ী বাজার এবং ৭ ইউনিয়নের ১৪টি কোরবানী পশুর হাটে এ সমস্ত মাস্ক বিতরণ করা হচ্ছে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম এবং সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল সংসদ সদস্যের দেয়া ৫০ হাজার পিস মাস্ক গ্রহণ করেছেন।
এইচ এম ইব্রাহিম এমপি জানান, জনপ্রতিনিধিদের প্রচুর সামাজিক দায়বদ্ধতা রয়েছে। করোনা ভাইরাস যাতে না ছড়ায় এবং কোরবানীর পশুর হাটে আসা লোকজন যাদের কাছে মাস্ক পাওয়া যাবে না তাদের মাঝে এ মাস্ক বিতরণ করা হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং একজন সমাজকর্মী হিসাবে তিনি এ ৫০ হাজার পিস মাস্ক প্রদান করেছেন।
Leave a Reply