সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নবাগত নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আল খাঁন এর আগমন উপলক্ষ্যে সোমবার বিকেলে চাটখিল উপজেলা সভাকক্ষে এক মতি বিনিময় সভার আয়েজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মো. খোরশেদ আল খাঁন, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, চাটখিল প্রেসকাব সভাপতি মো. হাবিবুর রহমান, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, জেলা পরিষদ সদস্য ইমরুল চৌধুরী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিন প্রমূখ।
সভায় বক্তারা চাটখিল উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন তার বক্তব্যে বলেন, চাটখিল উপজেলার উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতা করবেন। মত বিনিময় সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা, সকল জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply