সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল পৌরসভার ৯নং ওয়ার্ডের দেড় শতাধিক পরিবারের ৭ শতাধিক মানুষ পানি বন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। মাত্র আধা কিলোমিটার রাস্তা সংস্কার না করার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে একাধিক বার স্থানীয় সংসদ সদস্য, পৌর মেয়র এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় ৯নং ওয়ার্ডের মুনছুর মেম্বারের বাড়ী, গোপাল বাড়ী, রমজান আলী মুন্সী বাড়ী সহ কয়েকটি বাড়ীর একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘদিন পর্যন্ত সংস্কার না করায় রাস্তাটির অর্ধ কিলোমিটার বিভিন্ন অংশ ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে। এছাড়াও রাস্তার অনেক অংশের মাটি সরে গিয়ে কৃষি জমির সাথে মিশে গেছে। এতে করে এ সকল বাড়ির লোকজন প্রয়োজনীয় কাজে পৌর শহরে আসা-যাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও যায় না। এখানকার অধিবাসী মুনছুর মেম্বারের ছেলে পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান মোঃ হেলাল জানান, তারা তাদের এ দুরবস্থার ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য, পৌর মেয়র এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের কাছে ধর্না দিয়েও কোনো প্রতিকার পায়নি।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নওশাদুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি রাস্তার দুরবস্থার কথা স্বীকার করে বলেন, বরাদ্দের অভাবে কাজ করা যাচ্ছে না।
Leave a Reply