রবিবার, ২৭ Jul ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের ২ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খোরশেদ আলম (৩৫) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বন্দে আলী হাজী বাড়ির মৃত ফরিদের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের শেয়ার বাড়ি সংলগ্ন বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পোরকরা গ্রামের শেয়ার বাড়ির তাজুল ইসলামের ছেলে মোহন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের বিল থেকে গরুর ঘাস কাটতে গিয়ে ভাসমান অবস্থায় ১টি লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। গত মঙ্গলবার থেকে খোরশেদ আলম নিখোঁজ রয়েছে বলে পারিবারিক সূতে্ জানা যায়।
এই ব্যাপারে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ বিল থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply