সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালীর চাটখিলে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ফজলুল মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার ১১নং পুল এলাকার কাউছার মিয়ার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৈধ্যারচর এলাকার মৃত ইলিয়াছ মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মৃত অটোরিকশা চালক ফজলু মিয়া দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ থেকে চাটখিলে এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি দীর্ঘদিন চাটখিলে বসবাস করার সুবাদে উপজেলার মোহাম্মদপুর গ্রামের তোরাব আলী পাটোয়ারী বাড়ীতে বিয়ে করেন। তিনি তিন ছেলে ও স্ত্রী নিয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের গণি তপদার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের ন্যায় রিকশা চালানো শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাসার পার্শ্ববর্তী এলাকায় ১১নং পুলের কাউছার মিয়ার গ্যারেজে তার অটোরিকশাটির ব্যাটারি চার্জ দিতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন ওই গ্যারেজে গিয়ে বিদ্যুতের লাইনে জড়ানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
চাটখিল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অবৈধ গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটোরিকশা চালক ফজলু মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি বলেন ব্যাটারি চালিত অবৈধ রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পল্লী বিদ্যুতের অসাধু কর্মচারীদের যোগসাজসে মোটা অংকের টাকার বিনিময়ে যত্রতত্র গ্যারেজ খুলে মরন ফাঁদ বসিয়েছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
Leave a Reply