সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিলে ইয়াছিন আরাফাত (৮) নামের এক শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট সমির উদ্দিন ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ঐ গ্রামের প্রবাসী তাজুল ইসলামের ছেলে। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। শিশুর এই মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক গুঞ্জন দেখা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের দুবাই প্রবাসী তাজুল ইসলামের ছেলে ও মেকরারচর দারুল আরকাম নুরানী-দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত গতকাল শুক্রবার সকালে ঘর থেকে বের হওয়ার ১৫ মিনিট পর বাড়ীর নুর অলমের ঘরের সামনে গলায় রশি লাগানো অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঘরের ভিতর নেয়। নিহত শিশুটির মা মানছুরা বেগম জানান, তিনি সকাল সাড়ে ১০টার দিকে রান্না করতে ছিলেন। এ সময় ইয়াছিন আরাফাতও তার সাথে ছিলেন। তার কাছ থেকে যাওয়ার ১০-১৫ মিনিট পর তিনি জানতে পারে তার ছেলে পাশের ঘরের নুর আলমের ঘরের সামনে রশিতে জুলে আত্মহত্যা করেছে। তার ছেলে আত্মহত্যা করতে পারেনা। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, তার ছেলে কিভাবে মারা গেছেন তা তিনি বলতে পারেন না। সে বাড়ির সকলের আদরের ছিল।
স্থানীয় বদলকোট ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ওই বাড়িতে যান। লোকজনের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন এই মৃত্যু রহস্যজনক। যেখানে শিশুটি গলায় রশি পেঁচানো ছিলো সেটাতে সে মারা যাওয়ার কথানা। তবে এ ব্যাপারে কেউ মুখ খুলছেনা। তিনি পুলিশে খবর দিলে ঘটনাস্থল এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ সর্ম্পকে আগাম কিছু বলা যাবেনা।
Leave a Reply