সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার বেগমগঞ্জের এখলাসপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড়া গ্রামের এক গৃহবধুর শ্লীলতাহানি ও বর্বরচিত নির্যাতনের প্রতিবাদে সোমবার দুপুরে চাটখিল প্রেসকাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। চাটখিল ব্লু ফোরাম (সিবিএফ) এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাটখিল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নজির আহম্মেদ হারুন, আবু সায়েম, নুর হোসেন পলাশ, শামীম, আবিদ রহমান, তারফিন শাহানাজ রজব ও শাহাদাত হোসেন সহ প্রমূখ।
বক্তারা বেগমগঞ্জসহ সারাদেশে নারী নির্যাতন, নারী ধর্ষনকারীদের দ্র্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
Leave a Reply