সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালীর বেগমগঞ্জে নারী ধর্ষন ও নির্যাতনসহ সারাদেশে নারী ধর্ষন ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে চাটখিলে গতকাল শুক্রবার বিকেলে চাটখিল পৌরশহর ও পরকোট ইউনিয়নের মুন্সী রাস্তায় দুটি সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন দুটিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
পৌরশহরে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটখিল উপজেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট নুরুল আমিন, সাংবাদিক মুক্তার হোসেন মুক্তা, সংগঠনের উপজেলা শাখার সভাপতি মহিন উদ্দিন, আলেয়া বেগম প্রমূখ।
এ দিকে মুন্সী রাস্তায় মানববন্ধনের আয়োজন করে স্থানীয় যুবসমাজ। এখানে বক্তব্য রাখেন ইব্রাহিম, ফজলুল করিম, দেলোয়ার, মাজহারুল ইসলাম, মামুনুর রশিদ, দুলাল প্রমূখ।
মানববন্ধন দুটিতে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
Leave a Reply