মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল পৌর শহরে জাপান প্যালেসে চাটখিল শিশু-কিশোর স্পেশালাইজড হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে হাসপাতাল ভবনে স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান (ভি.পি মিজান) এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ নোয়াখালী জেলা সভাপতি ডা. এম এ নোমান, বিশেষ অতিথি ছিলেন চাটখিল প্রেসকাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান ও সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান লিটন (ভি.পি লিটন)।
সভায় বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক মানিক দে, মাসুদ আলম, সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল, কামরুল কানন, ডা. মশিউর রহমান, পরিচালক জিয়াউর রহমান ফরহাদ, মোঃ ফরিদ প্রমূখ।
সভায় চাটখিল শিশু-কিশোর স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাসপাতাল সুষ্ঠভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply