সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে সারাদেশে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশের অংশ হিসেবে শনিবার সকালে চাটখিল থানা পুলিশ চাটখিল অডিটরিয়ামে এক সভার আয়োজন করে। চাটখিল থানার এস আই কৃষ্ণ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাটখিল-সোনাইমুড়ি সার্কেল এর সহকারী পুলিশ সুপার সাইফুল আলম খান। সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেসকাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল মহিলা কলেজের শিক্ষক মো. ইসমাইল হোসেন, মসজিদের ইমাম মো. মাহাবুব, পৌর ওয়ার্ড কাউন্সিলর গোলাম সারোয়ার বাদশা ও আবুল খায়ের প্রমূখ।
সভায় বক্তারা নারী ধর্ষন ও নির্যাতনের ব্যাপারে স্থানীয় শালিশের মাধ্যমে বিচার কার্য না করে এ জাতীয় ঘটনার সাথে সাথে পুলিশকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এছাড়া নারী ধর্ষন ও নির্যাতনের বিষয়ে প্রত্যেক পরিবার এবং সমাজের লোকজনকে সচেতন করে এ সমস্ত কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
Leave a Reply